Wednesday, March 24, 2021

টিটু বনিক

জোয়ার -ভাটা

জোয়ার উঠে মোর চিওে
মন প্রাবরন তোমার আসক্তে 
ক্লেশের স্রোতে হৃদয় শূলানি 
সংগুপ্ত চেতনা আজ সন্ধান হয়নি।
অষ্টপ্রহর ধরে লোচনে নেই বিনিন্দ্র
আমি চাই একটু প্রশান্ত 
বিভ্রান্তিকর মনোহারিত্ব আসে যখন ঐই পাড় থেকে 
আমি তখনি-তখন সংগ্রামে নেমে পড়ি।
ভাটা নাহি আমার চিত্তের ইচ্ছাবৃওি 
জোয়ার দেয়না প্রশান্তি
ব‍্যথা আমাই জীবিত করে 
তোমার আকঁশি আমাই দৃঢ় করে 
আমাই অটল করে 
আমাই সক্ষম করে 
আমি  আজীবন নিরন্তর জীবন 
তোমার ভালোবাসার মননের এক আসক্তি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...