পিঁপড়ে ,পিঁপড়ে, পিঁপড়ে ,
পিঁপড়ে শিখিয়েছে দলবদ্ধভাবে কাজ করতে।
পিঁপড়ে, পিঁপড়ে ,পিঁপড়ে ,
পিঁপড়ে শিখিয়েছে সংগ্রাম করে চলতে।
পাখি, পাখি, পাখি ,
পাখি শিখিয়েছে একইসঙ্গে চলতে।
পাখি ,পাখি, পাখি ,
পাখি শিখিয়েছে মন খুলে নাচতে ।
পশু ,পশু ,পশু ,
পশু শেখায় ভালোবাসা বলতে।
পশু ,পশু ,পশু ,
পশু শেখায় উদ্যম গতিতে চলতে।
ফুল, ফুল, ফুল ,
ফুল শেখায় ধীরে ধীরে ফুটতে।
ফুল, ফুল, ফুল ,
ফুল শেখায় আনন্দ ও ভালোবাসায় ছুটতে।
নদী, নদী, নদী,
নদী শেখায় অচিন দেশে ঢলতে।
নদী,নদী, নদী,
নদী শেখায় আপন বেগে চলতে।
পাহাড়, পাহাড়, পাহাড় ,
পাহাড় শেখায় উঁচু ,মহান হতে।
পাহাড়, পাহাড়, পাহাড়,
পাহাড় শেখায় নিস্তব্ধতায় থাকতে।
ঝর্ণা, ঝর্ণা, ঝর্ণা ,
ঝর্ণা শেখায় অন্যের সৌন্দর্য বৃদ্ধি করতে।
ঝর্ণা,ঝর্ণা, ঝর্ণা ,
ঝর্ণা শেখায় পাহাড়ে অসহায় গাছকে বাঁচাতে।
গাছ, গাছ, গাছ,
গাছ শেখায় মাথা উঁচু করে বাঁচতে।
গাছ,গাছ, গাছ ,
গাছ শেখায় স্নিগ্ধ মধুর বাতাসে সাঁজতে ও
গাছ শেখায় প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে।
চাঁদ, চাঁদ, চাঁদ ,
চাঁদমামা শেখায় মধুর কথা বলতে।
চাঁদ, চাঁদ, চাঁদ,
চাঁদ শেখায় অন্ধকারে নিমজ্জিত আলো দিতে।
সূর্য্, সূর্য্,সূর্য্,
সূর্য্ শেখায় সময়ের মূল্য দিতে।
সূর্য্,সূর্য্ ,সূর্য্,
সূর্য শেখায় আপন তেজে জ্বলতে।
মানুষ, মানুষ, মানুষ,
মানুষ শেখায় বৃদ্ধি,সুখ,শান্তি ও ভালোবাসা।
মানুষ, মানুষ, মানুষ ,
মানুষ শেখায় পৃথিবীর বুকে মানিয়ে চলতে হয়,
মানুষ শেখায় কিভাবে শান্তি ও মুক্তি পেতে হয় ও
মানুষ শেখায় কিভাবে একতা ও সমতা আনতে হয়।
পিঁপড়ে শিখিয়েছে সংগ্রাম করে চলতে।
পাখি, পাখি, পাখি ,
পাখি শিখিয়েছে একইসঙ্গে চলতে।
পাখি ,পাখি, পাখি ,
পাখি শিখিয়েছে মন খুলে নাচতে ।
পশু ,পশু ,পশু ,
পশু শেখায় ভালোবাসা বলতে।
পশু ,পশু ,পশু ,
পশু শেখায় উদ্যম গতিতে চলতে।
ফুল, ফুল, ফুল ,
ফুল শেখায় ধীরে ধীরে ফুটতে।
ফুল, ফুল, ফুল ,
ফুল শেখায় আনন্দ ও ভালোবাসায় ছুটতে।
নদী, নদী, নদী,
নদী শেখায় অচিন দেশে ঢলতে।
নদী,নদী, নদী,
নদী শেখায় আপন বেগে চলতে।
পাহাড়, পাহাড়, পাহাড় ,
পাহাড় শেখায় উঁচু ,মহান হতে।
পাহাড়, পাহাড়, পাহাড়,
পাহাড় শেখায় নিস্তব্ধতায় থাকতে।
ঝর্ণা, ঝর্ণা, ঝর্ণা ,
ঝর্ণা শেখায় অন্যের সৌন্দর্য বৃদ্ধি করতে।
ঝর্ণা,ঝর্ণা, ঝর্ণা ,
ঝর্ণা শেখায় পাহাড়ে অসহায় গাছকে বাঁচাতে।
গাছ, গাছ, গাছ,
গাছ শেখায় মাথা উঁচু করে বাঁচতে।
গাছ,গাছ, গাছ ,
গাছ শেখায় স্নিগ্ধ মধুর বাতাসে সাঁজতে ও
গাছ শেখায় প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে।
চাঁদ, চাঁদ, চাঁদ ,
চাঁদমামা শেখায় মধুর কথা বলতে।
চাঁদ, চাঁদ, চাঁদ,
চাঁদ শেখায় অন্ধকারে নিমজ্জিত আলো দিতে।
সূর্য্, সূর্য্,সূর্য্,
সূর্য্ শেখায় সময়ের মূল্য দিতে।
সূর্য্,সূর্য্ ,সূর্য্,
সূর্য শেখায় আপন তেজে জ্বলতে।
মানুষ, মানুষ, মানুষ,
মানুষ শেখায় বৃদ্ধি,সুখ,শান্তি ও ভালোবাসা।
মানুষ, মানুষ, মানুষ ,
মানুষ শেখায় পৃথিবীর বুকে মানিয়ে চলতে হয়,
মানুষ শেখায় কিভাবে শান্তি ও মুক্তি পেতে হয় ও
মানুষ শেখায় কিভাবে একতা ও সমতা আনতে হয়।
No comments:
Post a Comment