কবিতাঘরে ঢুকে আলো করেছ যারা, তাঁদের কুর্ণিশ। মানুষেরা ভালো নেই। পাগলের মতো সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন যারা তাঁদের ভেতরঘরে কেউ ঢুকে দেখে আসে না আজ। আমরা যা দেখি, তাই বুঝি। এ এক রহস্যসন্ধানী দিন। মনন স্রোতের মার্চের সংখ্যাটি কিছুটা এমনই নির্বাচিত লেখার ক্ষুদ্র সংস্করণ। যারা লিখেছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক, মনন স্রোত
No comments:
Post a Comment