Wednesday, March 24, 2021

সম্পাদকীয়

অতিশয় পরিবর্তনের গাছে ফুলের পর ফল ধরেছে বলে পোকারা সংসার পেতেছে কোমড়ে।

কবিতাঘরে ঢুকে আলো করেছ যারা, তাঁদের কুর্ণিশ। মানুষেরা ভালো নেই। পাগলের মতো সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন যারা তাঁদের ভেতরঘরে কেউ ঢুকে দেখে আসে না আজ। আমরা যা দেখি, তাই বুঝি। এ এক রহস্যসন্ধানী দিন। মনন স্রোতের মার্চের সংখ্যাটি কিছুটা এমনই নির্বাচিত লেখার ক্ষুদ্র সংস্করণ। যারা লিখেছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।

শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
   জয় দেবনাথ
সম্পাদক, মনন স্রোত 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...