Wednesday, March 24, 2021

অতনু রায় চৌধুরী

বিশ্বাসী মানুষ

এই পৃথিবীর বুকে নিশ্চুপে হাজারো স্বপ্ন লুকিয়ে থাকে,
সময় এগিয়ে যায় অপেক্ষার ফাঁকে।
শেষ বেলায় ক্লান্ত হয়ে জীবনের মানে খুঁজে,
কখন কে কীভাবে আঘাত করে সবটাই সে বুঝে।
তবুও সে হাসিমুখে সকলের সাথে চলে,
বিশ্বাসী মানুষ বড্ড কম এই অভিনয়ের শহরে।
মনে মনে সেও জানে,
মানুষ মানুষকেই ক্ষতি করে সুযোগ পেলে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...