Wednesday, March 24, 2021

অতনু রায় চৌধুরী

বিশ্বাসী মানুষ

এই পৃথিবীর বুকে নিশ্চুপে হাজারো স্বপ্ন লুকিয়ে থাকে,
সময় এগিয়ে যায় অপেক্ষার ফাঁকে।
শেষ বেলায় ক্লান্ত হয়ে জীবনের মানে খুঁজে,
কখন কে কীভাবে আঘাত করে সবটাই সে বুঝে।
তবুও সে হাসিমুখে সকলের সাথে চলে,
বিশ্বাসী মানুষ বড্ড কম এই অভিনয়ের শহরে।
মনে মনে সেও জানে,
মানুষ মানুষকেই ক্ষতি করে সুযোগ পেলে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...