বিশ্বাসী মানুষ
এই পৃথিবীর বুকে নিশ্চুপে হাজারো স্বপ্ন লুকিয়ে থাকে,
সময় এগিয়ে যায় অপেক্ষার ফাঁকে।
শেষ বেলায় ক্লান্ত হয়ে জীবনের মানে খুঁজে,
কখন কে কীভাবে আঘাত করে সবটাই সে বুঝে।
তবুও সে হাসিমুখে সকলের সাথে চলে,
বিশ্বাসী মানুষ বড্ড কম এই অভিনয়ের শহরে।
মনে মনে সেও জানে,
মানুষ মানুষকেই ক্ষতি করে সুযোগ পেলে।
No comments:
Post a Comment