Saturday, March 28, 2020

নিপু দাস

সেদিনের বই মেলা

 বছর ঘুরে জমা টাকা নিয়ে বইমেলায় 
এবইয়ের গল্প কবিতা-
 ঐ বইয়ের প্রচ্ছদ কোন এক অসতর্ক মুহুর্তে পকেট চিচিং ফাক 
বাড়ি ফিরে কাকুতি মিনতি আর পুরনাে খবরের কাগজ বিক্রি সম্বল করে 
আবারও সেই বইমেলার নেশায় 
পকেট চেপে রেখে বই কিনে ফেলা 
ফিরতি পথে বাসের হ্যান্ডেলে বাদুড় ঝােলা মাঝপথে যাদুর পরশে উধাও বইয়ের থলি আবারও মেলায় পকেটহীন ঘােরাঘুরি ভিড়ে দাড়িয়ে এক নিঃশ্বাসে পড়ে ফেলা । 
দোকানীদের চোখ রাঙানী রক্ত চাহন,
আহারে সে দিনের সেই বই মেলা
তবে এখন দেখি বই মেলায়
বই পসারিদের রক্ত চাহনি নেই।
এখন যে প্রেমিক যুগলবন্দিদের ভীড় বেড়েছে বই মেলায়-
ফোচকার গন্ধে সাহিত‍্যকরাই হারিয়ে যাচ্ছে, 
এটাই কি তবে এখনকার দিনের বই মেলা?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...