Saturday, March 28, 2020

নিপু দাস

সেদিনের বই মেলা

 বছর ঘুরে জমা টাকা নিয়ে বইমেলায় 
এবইয়ের গল্প কবিতা-
 ঐ বইয়ের প্রচ্ছদ কোন এক অসতর্ক মুহুর্তে পকেট চিচিং ফাক 
বাড়ি ফিরে কাকুতি মিনতি আর পুরনাে খবরের কাগজ বিক্রি সম্বল করে 
আবারও সেই বইমেলার নেশায় 
পকেট চেপে রেখে বই কিনে ফেলা 
ফিরতি পথে বাসের হ্যান্ডেলে বাদুড় ঝােলা মাঝপথে যাদুর পরশে উধাও বইয়ের থলি আবারও মেলায় পকেটহীন ঘােরাঘুরি ভিড়ে দাড়িয়ে এক নিঃশ্বাসে পড়ে ফেলা । 
দোকানীদের চোখ রাঙানী রক্ত চাহন,
আহারে সে দিনের সেই বই মেলা
তবে এখন দেখি বই মেলায়
বই পসারিদের রক্ত চাহনি নেই।
এখন যে প্রেমিক যুগলবন্দিদের ভীড় বেড়েছে বই মেলায়-
ফোচকার গন্ধে সাহিত‍্যকরাই হারিয়ে যাচ্ছে, 
এটাই কি তবে এখনকার দিনের বই মেলা?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...