Saturday, March 28, 2020

সম্পাদকীয়

ভেঙে পড়তে পড়তে শক্ত হয়েছি আমরা, পৃথিবীর ঘোর অসুখের কথা য'বে থেকে জেনেছি!

দূর্বলতার কথা লুকিয়ে না রেখে বলে ফেলাই আসল সবলতা। বইমেলার সংখ্যাটা ধাক্কা খেয়েছে। আমরা এই মুহুর্তে পূর্ব পরিকল্পিতভাবে উপস্থাপন করতে পারিনি এই সংখ্যা। দুঃখিত ও ব্যাথিত। তবে নবীন প্রবীণের এই সংখ্যা কিছুটা হলেও মনকে ব্যথা ভুলাবে বলে আমার বিশ্বাস। 

মনন স্রোত ই-ম্যাগাজিন হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধ। সেই জায়গা থেকে মানুষের জন্য কিছু করার কাজকে আরও তরান্বিত করতে মনন স্রোতকে সহযোগীতা করবেন এই বিশ্বাসই আমাদের পাথেয়। 

এই সংকটময় মুহুর্তে আরও একটি গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে খুব দ্রুতই মিলিত হবো এই আশা রাখছি। চলুন একসাথে দূরে থাকি। সবাই ঘরে থাকুন। সুরক্ষিত থাকুন। 

শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...