Saturday, March 28, 2020

জয়ন্ত শীল

পা 
 
আমাদের দুটো পা আছে। 
ইচ্ছে করলেই হেঁটে যেতে পারি 
গলির মোড় থেকে দেশ-দেশান্তর। 

অন্ধ স্ট্রিট লাইটে চোখ 
ঝলসে যাওয়ার পর 
এখন আর সেইভাবে হাটা হয় না। 

এইভাবেই হেঁটে হেঁটে একটি জীবন 
পার করে দিতে হবে আমাদের

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...