Saturday, March 28, 2020

জয়ন্ত শীল

পা 
 
আমাদের দুটো পা আছে। 
ইচ্ছে করলেই হেঁটে যেতে পারি 
গলির মোড় থেকে দেশ-দেশান্তর। 

অন্ধ স্ট্রিট লাইটে চোখ 
ঝলসে যাওয়ার পর 
এখন আর সেইভাবে হাটা হয় না। 

এইভাবেই হেঁটে হেঁটে একটি জীবন 
পার করে দিতে হবে আমাদের

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...