Saturday, March 28, 2020

যমুনা মজুমদার

উত্তর  

পড়ন্ত বিকেল, রক্তিম সূর্য 
বইছে মনে ঝড়ো হাওয়া 
পড়ছে মনে স্মৃতি সব, 
ভাঙা চাঁদ যেন এক গোলক ধাঁধাঁ। 

ডায়েরির পাতায় জমেছে ধূলো 
জমেছে কত অভিমান,
নক্ষচূর্ণ আজ স্তূপাকার মাটি 
অক্ষরগুলো বলে দেয় আমার নাম। 

জমে আছে আজ হাজারো প্রশ্ন 
হয়ে আছে সব নিরুত্তর। 
নিরবতায় আজ হাজারো প্রশ্নের 
এক উত্তর ! 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...