উত্তর
পড়ন্ত বিকেল, রক্তিম সূর্য
বইছে মনে ঝড়ো হাওয়া
পড়ছে মনে স্মৃতি সব,
ভাঙা চাঁদ যেন এক গোলক ধাঁধাঁ।
ডায়েরির পাতায় জমেছে ধূলো
জমেছে কত অভিমান,
নক্ষচূর্ণ আজ স্তূপাকার মাটি
অক্ষরগুলো বলে দেয় আমার নাম।
জমে আছে আজ হাজারো প্রশ্ন
হয়ে আছে সব নিরুত্তর।
নিরবতায় আজ হাজারো প্রশ্নের
এক উত্তর !
No comments:
Post a Comment