Saturday, March 28, 2020

যমুনা মজুমদার

উত্তর  

পড়ন্ত বিকেল, রক্তিম সূর্য 
বইছে মনে ঝড়ো হাওয়া 
পড়ছে মনে স্মৃতি সব, 
ভাঙা চাঁদ যেন এক গোলক ধাঁধাঁ। 

ডায়েরির পাতায় জমেছে ধূলো 
জমেছে কত অভিমান,
নক্ষচূর্ণ আজ স্তূপাকার মাটি 
অক্ষরগুলো বলে দেয় আমার নাম। 

জমে আছে আজ হাজারো প্রশ্ন 
হয়ে আছে সব নিরুত্তর। 
নিরবতায় আজ হাজারো প্রশ্নের 
এক উত্তর ! 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...