Saturday, March 28, 2020

সুধীর দাস


আতঙ্ক

বিশ্বব্যাপী  আজ হল কী?
সুখের বদলে দুখের বাতাস বইছে আনাছে কানাছে
বৃদ্ধ কিংবা শিশু, যুবক কিংবা যুবতী, পুরুষ কিংবা নারী
অথবা রাস্তাঘাটের নিদ্রাহীন অনাহারী।
আতঙ্কিত জর্জরিত ভয়ে ভয়ে চালিত হৃদয় যেন কম্পিত।
করুনা নামক মারনব্যাধী ভাইরাসে।
বিশ্বের দরবারে যারা শক্তিশালী মারনব্যাধী অস্রসশ্রে পরিপূন্য 
তারাও যেন আজ ভয়ে কম্পিত।
চীন নামক দেশটিও আজ চাইছে মুক্তি সকলের তরে।
বিশ্ব যার নামে কাঁপে পারমাণবিক বোমায় যার প্রথম সাফল্য,
তারাও আজ যেন ভয়ে নিদ্রামগ্ন। 
করুনা নামক বিপজ্জনক ভাইরাস যেন আজ শয়তানের আরেক রুপ
বিশ্বব্যাপী নাম যার মহামারি ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...