তুলনা
এই আকাশে সূর্য চোখ নামিয়ে কথা বলে;
নিদারুণ কষ্টে
বুকের ব্যাথায় চোখ জ্বলে।
ঐ আকাশে হয়তো হবে তোমার আমার দেখা,
যেখানে আলো সাজিয়ে দেবে জীবন রেখা।
শহরের বোনা রাস্তায়,
ল্যাম্পপোস্টের বাতি জ্বালায়;
ঐ শহরেই মুচকি হেসে
হাতটি তুমি ধরবে একা।
এই শহরে প্রেমের গন্ধ এখন আসেনা,
মাথার চুলের শ্যাম্পুর গন্ধ বাতাসে আর ভাসেনা;
নিয়তি এখন মুখ বাঁকিয়ে
আবেগ দেয়না আর কপালে;
প্রেমে এখন লাশের গন্ধ
আসল প্রেমিক মিলেনা!
No comments:
Post a Comment