Saturday, March 28, 2020

অনির্বান রায় গুপ্ত

নিদ্রা 

সারা রাত এর নিদ্রা হীন একাকী শহর বয়ে বেড়ায় অনুভব এর লেখা আর কলম এর অবিরত খসখসানি আওয়াজ.. ভুল বললাম 
নিঃশব্দ টাইপিং এ একটার পর একটা শব্দ লেখা হয়েছে একাকিত্ব অনুভব করেছি যত.. 

আজ তোর শহর টা বড়োই একা,  না ভুল বলেছি,  ওটা আমার শহর হবে. 
ল্যাম্পোস্ট এর আলো গুলো একটা সীমা রেখা বেঁধে দেয় তার বাইরে টা অন্ধকার এ আবৃত. 
ক্রমশঃ ছায়া টাও মিলিয়ে গেলো নিজের অজান্তে. 
একটা ছোট হোর্ডিং হটাৎ চোখ এ পড়লো,  
কিছুটা ব্যাতিক্রমী গিটারের ক্লাসরুম,
বহুতলের রুফ টপ এর ওপর রেলিং এর ধারে দাঁড়িয়ে আলোর রোশনাই অন্ধকারের নীরবতা, 
একটাই আলো জ্বলছিল আজ মাঘী পূর্ণিমায়..  আকাশ এ প্রস্ফুটিত চাঁদ..  দেখো দুহাত ছড়িয়ে ঝাঁপ দিয়েছি এই সমুদ্রেতে 
চা এর ভাঁড় আর দু আঙ্গুল এর মাঝে জ্বলন্ত সিগারেট এর ধোঁয়ায় ভোরে গেছে শহরের ফুসফুস,, .... 
বার বার মনে পরে ট্রাম লাইন এর ধার দিয়ে  পথ চলা,  মাঝে মাঝে প্রিন্সেপ ঘাট এর ভেল পুরি খেতে খেতে একটা গোলাপ এর পাঁপড়ি ছুঁড়ে  মারতিস  আমায়. 
মনে পরে একদিন মেলায় কেনা গ্যাস বেলুন গুলো কিনে একটা কাগজ এ """ আমি তোমার অনি """ এটা লিখে উড়িয়ে দিয়েছিলাম তোর প্রতীক্ষায় 
সেদিন তোর হারানো কান এর দুল টা খুঁজে পেলি বুঝতে পারিসনি ওটা কার কাজ ছিল ঘরের কোনে হারিয়ে যাওয়া টা.... তু্ই হয়তো গভীর নিদ্রায় মগ্ন এলো চুলের  মাঝে, 
আহিরে একটা গান বার বার  মনে পড়ছিলো """ সেদিন দুজনে দুলেছিনু বনে ""''
এখন কোকিল ডাকছে আমাদের পাড়ার গঙ্গার ঘাট এর গাছ টাতে.. 
যদি তু্ই থাকতিস পাশে এলো মেলো হাওয়ায় চুল গুলো উড়ে যেত বারে বারে. 
আর আমি বসন্তের রং এ রাঙিয়ে দিতাম তোকে.. 
গোলাপি আবির কিনেছিলাম তোকে মাখবো বলে.. আজও আছে সেটা  কাগজ এর ঠোঙা বন্দি হয়ে টেবিল এর কোন টাতে.. 
তোর টোল পোড়া গাল দুটোয় একটু খানি আবির এর ছোঁয়া.. ভারী সুন্দর দেখাচ্ছিল তোকে.. 
একদিন হটাৎ ই তোকে ফোন করেছিলাম,,  ভাবিনি শুনবো WRONG NUMBER,  
গিটারে সুর ওঠে বেসুরো ভাবে """" এখন অনেক রাত ---- তোমার কাঁধে আমার নিঃস্বাস """"  
মাঝে মাঝে খুব রাগ হতো তোর ওপর কিন্তু বলতে পারতাম না ঘুম এর শহর পাল্টে যাবে বলে.. তাই লেখার ডায়েরি টা ছিঁড়ে ফেলেছিলাম,,  আর কোনো এক প্রমিস ডে আর সাথে  শুকনো গোলাপ এর প্রতিশ্রুতি গুঁড়ো গুঁড়ো হয়ে উড়ে হায় হালকা বসন্তের হাওয়ায়,, 
 .. আর স্বপ্ন টা স্বপ্নই থেকে গেলো 
সুন্দর কোনো পাখির ডাকে আজ ভোর হলো... 
সুপ্রভাত..
আজ আবার এক বছর বাদে মেলা থেকে বেলুন কিনেছি,,  নিচে তার সুতোর সাথে একটা কাগজ এ লিখেছি ভালো থাকিস "" অনি "

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...