Saturday, March 28, 2020

পিনাকী ভৌমিক

অসময়

সময়টা থমকে গেলো হঠাৎ! 
জীবনটা তো চলছে তার‌ই মতো করে ;
কিছু একটা অনুপস্থিতির আভাস পাচ্ছি!
কিসের অভাব! কিসের শূণ্যতা এটা?

বুকের মধ্যে অজানা এক ব্যথা 
দুমড়ে মুচড়ে সবকিছু তছনছ করে দিচ্ছে!
জানি না কখনো ঠিক হবে কি না 
সে ব্যথা অসহনীয় ব্যথা!
কষ্ট ছাড়া মানুষের আর কি আছের নিজের? 
তবু সে কষ্ট - এত কষ্ট কেন!

কতো রাত শুধু বসে থেকেই কাটিয়েছি 
কারো আসার অপেক্ষায়!
ভেবেছিলাম সে ব্যথা ও হয়তো ঠিক হবে । 
দুর্বিষহ যন্ত্রণার ছবি আঁকছে আমার হৃদয়; আমার অজান্তে!

আজ নিরালায় বসেভাবছি- 
একা পথে কি করে হাঁটবো?
যে স্মৃতিগুলো কেউ দিয়ে কেউ চলে গেলো
তা আবার পিঁছু ধাওয়া করবে না তো?

সেই স্মৃতিগুলো দিয়ে আবার নতুন কোন
স্মৃতি রচনা হবে না তো? 
এই অসময় শুধু ঘড়ির কথা বলে!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...