১.
শুরুটা যেমনই হোক,শেষটা বোধহয় এমনই হয়।
রাত পৌনে দশটা।বইমেলার শেষ দিন।একে একে সব স্টল বন্ধ হয়ে আসছে। এক বাচ্চা মেয়ে তার মায়ের সাথে খেলনা স্টল গুছিয়ে বাড়ি ফিরছে,সাথে বড়ো বড়ো দুটো ব্যাগ।ওইটুকু মেয়ে ভারী ব্যাগটা পারছেনা দেখেদেখে মায়া হলো।গেট অব্দি এগিয়ে দিয়ে এলাম।ওইটুকু অব্দি ঠিকঠাক ছিল।শেষে গেট পার করার সময় আমাকে সুমিষ্ট হাসি সমেত বালিকাটি বললো "আঙ্কেল থ্যাংক ইউ, আমি ইস্কুলে পড়ি তো।মারে হেল্প করতো আইসি"।
বিশ্বাস করুন এই বইমেলার আমার সেরা মুহূর্ত এটাই।ভেবেছিলাম কিছু বই কিনে দেবো কিন্তু হায়রে মেলা প্রাঙ্গণ তখন ফাঁকা।
No comments:
Post a Comment