Saturday, March 28, 2020

মোঃ রুবেল

এই বসন্ত নাইবা আমার 
                     
রঙিন বসন্তটা এখন আমার কাছে ফিকে।
পলাশ বনের লাল পলাশ এখনও আমার জন্য ফুটেনি।
তোমাকে রোজ বারের ন্যায় আর সজীব প্রেম নিবেদন হচ্ছে না।
হলুদ পাঞ্জাবী আর শাড়ির প্রেমিক-যুগল হয়ে  অতিক্রম করতে পারিনি কোনো নিভৃত গলি।
অনেক পথ হাঁটার ফলশ্রুতিতে ঘামে সিক্ত অবয়ব  মুছার হলদে আঁচলের আবদার গত হয়েছে।
রঙিন আবির লেপটে দেওয়ার অজুহাতে তোমার গালে নিযুত ভালোবাসা উষ্ণ পরশ থেকে আজ আমি বিরত।
এই বসন্ত আমার নয়।
কারণ এই বসন্তেই আমায় প্রত্যাখ্যান করা প্রিয়তমার অভিমানের জয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...