Saturday, March 28, 2020

পায়েল দেবনাথ

হোলি 
         
হোলি এসেছে, এসেছে হোলি 
তাইতো সবাই ছুটি গলি গলি, 
খুশিতে যে মন নাচে 
নতুন রঙে সবাই সাজে। 

রঙে রাঙিয়ে গেল আকাশ বাতাস, 
ছুটতে ছুটতে নিতে পারছি না শ্বাস! 
সারাদিন হৈ হুল্লোড় 
আনন্দেতে মন জুড়ালো। 
নাচে, গানে, মস্তিতে 
বলবো সবাই হোলি হে! 

সারাদিন ক্লান্তিতে 
ফিরে এসে বাড়িতে,
দেখি মা রেঁধেছে 
মাংস, মাছ ভেজেছে! 

বলি মা খিদে পেয়েছে 
দাও না কিছু খেতে, 
বললো মা, আগে স্নান করোগে 
গায়ে রঙ লেগেছে যে। 

খেয়ে দেয়ে পেট ভরে 
খেলতে যাবো মাঠে, 
খেলা শেষে ফিরবো এসে 
মা বলবে, বসো পড়তে! 

আমি বলবো পড়বো না মা 
আজ শুধু স্মৃতি, 
সারাবছর মনে রাখবো 
আজকের দিনের কীর্তি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...