Saturday, March 28, 2020

শৌভিক বাগচী

নেই নেই 

একাকীত্বের পৃষ্ঠায় 
যে ছবি থাকে 
তার কোন রং নেই |

উড়ে যাওয়া প্রজাপতির মতো 
যে হাতছানি দেয় 
তার কোন বিষ নেই |

হাতে হাত , খুব শক্ত করে 
যে ধরে রাখে 
তার কোন জাত নেই |

অধরে মিথুন এঁকে 
যে চুম্বন দেয় 
তার লিঙ্গভেদ নেই |

পড়ে থাকা সময় -সমিধে 
যে নিজেকে দেখে 
তার কোন ধর্ম নেই 

আর নীরবে সরবে 
যে রক্তাক্ত হয় অনুক্ষণ 
তার কোন বয়স নেই |

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...