Saturday, March 28, 2020

শৌভিক বাগচী

নেই নেই 

একাকীত্বের পৃষ্ঠায় 
যে ছবি থাকে 
তার কোন রং নেই |

উড়ে যাওয়া প্রজাপতির মতো 
যে হাতছানি দেয় 
তার কোন বিষ নেই |

হাতে হাত , খুব শক্ত করে 
যে ধরে রাখে 
তার কোন জাত নেই |

অধরে মিথুন এঁকে 
যে চুম্বন দেয় 
তার লিঙ্গভেদ নেই |

পড়ে থাকা সময় -সমিধে 
যে নিজেকে দেখে 
তার কোন ধর্ম নেই 

আর নীরবে সরবে 
যে রক্তাক্ত হয় অনুক্ষণ 
তার কোন বয়স নেই |

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...