Saturday, March 28, 2020

প্রীতম ভৌমিক

সত্তা

বেঁচে থাকার সত্তা টুকু তোমার কাছে অমলিন।
কিন্তু সে যে বাস্তবে কুণ্ঠাগত অঙ্গীকার!
তোমার কাছে হয়তো এর ছলনা,
না হলে যে রাত-দূপুরের আর্তনাদ,
স্বপ্নে আবেগ হয়ে যন্ত্রণা দিত না।

তোমার কাছে হয়তো এটা আমার অভিনয়।
কিন্তু সে যে মনের গহীনবনের সত্তা।

শুনে তুমি বলতে সত্তা!
আমি বলতাম হ্যাঁ সত্তা।
উত্তরে তুমি জলের আলপনার মত হেসে উড়াতে।
আর বলতে সেটা কি গো?

আমি অবাক দৃষ্টিতে চাইতাম তোমার দিকে,
আমি দেখতাম তোমার চোখের মলিনতা।
ক্ষনিকের জন্য মনে হতো আমি ভন্ড!
ভাবতাম তুমিই ভুল,
কিন্তু পরক্ষণেই ভাবতাম না না আমিই ভুল।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...