Saturday, March 28, 2020

অনুপম দেব

ভাবছি কি লিখবো 

মেঘলা দিনে আমি আনমনা 

এই মনে শুধু তোমার আনাগোনা,
ভাবছি তোমায় নিয়ে ভাববো

নাকি একটি কবিতা লিখবো?

মেঘলা আকাশে নেই আজ তারাদের মেলা 
চন্দ্রালোতে ভাসতে চায় হৃদয় ভেলা,
ভাবছি স্বপ্নে ওই আকাশে তোমার ছবি আঁকবো 
নাকি একটি কবিতা লিখবো.

আচ্ছা একটা কবিতাই লিখবো
ছন্দে ছন্দে ডাইরির পাতার শূন্যতা পূর্ণ করবো,
কলমটা হাতে নিয়ে লিখতে বসলাম

কিন্তু বুঝতে পারছিনা কি লিখবো.

আরে আমিতো কবি না
তবে কবিতা কিভাবে লিখবো,
সবাই কত সুন্দর করে কবিতা লিখে 
আমি না হয় তোমায় নিয়েই লিখবো!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...