Saturday, March 28, 2020

সুজন দেবনাথ

বইমেলা

কে কে যাবি বই মেলায় কে কে যাবি বল
আগরতলা হাঁপানিয়ায় বইমেলাতে চল 
বন্ধু বান্ধব নিয়ে  যখন বই মেলাতে যাই
নানান রঙের বই দেখে ভীষণ মজা পাই
সারি সারি বইয়ের দোকান কত রকম বই
চারিদিকে কত মানুষ আর কত হই-চই
একের পর এক স্টলে যখন আমি যাই
বহু লেখকের ভালো ভালো বই দেখতে পাই
এরই মাঝে অনেক বই হয়ে যায় কেনা
সেই সাথে  হয়ে যায় নতুন লেখক চেনা
নানান রঙের নানান বই সবার হাতে হাতে
পাঠকের যেন আত্মার সম্পর্ক বই মেলার সাথে
ইচ্ছে করে রোজই যেতে বই মেলাতে ভাই
জ্ঞানের মেলা বই মেলা এর তুলনা নাই
কত পাঠক অপেক্ষায় থাকে বই মেলার জন্য
বই মেলাতে এসে সবাই হয় যে অনেক ধন্য
মেলা আসে কিছুদিন পর আবার চলে যায়
মেলার স্মৃতি জড়িয়ে  থাকে,বই গুলোর আঙিনায়
যে মেলার জন্য সবাই থাকতো অপেক্ষায়
মেলা শেষে করুণ মনে আবার থাকে প্রতিক্ষায়। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...