Saturday, March 28, 2020

অভীককুমার দে

রূপান্তর

বুকের ভেতর একখন্ড মাটি, 
আমন- আউশ- বড়োর মতোই ঋতু আসে। 

নিজস্ব বীজ বপন করি
চারাগাছ বড় হয়। 

ঘরের ভেতর ঘরে পাখিটি
ফসলেই মুখ ঢেকে
মাটি ঢাকে সুখ এবং
পাখি উড়ে যেতেই বদলে যায় ঋতু। 


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...