Saturday, March 28, 2020

অভীককুমার দে

রূপান্তর

বুকের ভেতর একখন্ড মাটি, 
আমন- আউশ- বড়োর মতোই ঋতু আসে। 

নিজস্ব বীজ বপন করি
চারাগাছ বড় হয়। 

ঘরের ভেতর ঘরে পাখিটি
ফসলেই মুখ ঢেকে
মাটি ঢাকে সুখ এবং
পাখি উড়ে যেতেই বদলে যায় ঋতু। 


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...