শকুন ও খায় মনুষ্য মাংস।
দেশে যখন দ্বেষ ছড়ায়,
খিদে পায় শকুনের ও।
বায়না ধরে পিতার নিকট
খাবে সে মনুষ্য মাংস।
এনে দেয় পিতা,
গরু কিংবা শূকরের মাংস।
হবে না এতে শকুন পুত্রের,
খাবে যে সে মনুষ্য মাংস।
পুত্রের ক্ষুদা মেঠাতে পিতা,
বিচলিত হলো।
গরু ও শূকরের মাংস নিয়ে,
মন্দির ও মসজিদে রাখলো।
শকুনের এই, হেন কান্ডে
ধর্ম যুদ্ধ বাঁধে।
হাজারো লাশ পড়ে মানুষের,
মন্দির ও মসজিদে।
সৃষ্টির শ্রেষ্ঠ জীব,
মানুষই বটে।
কূটনীতি ও শিখেছে শকুন,
মানুষের নিকটে।
যুদ্ধের ডংকা বাজিয়ে শকুন,
আকাশে উড়ে বেড়ায়।
লাশের গন্ধ পেলে শকুন,
পুত্র সনে, মনুষ্য মাংস খায়।
No comments:
Post a Comment