Sunday, January 26, 2020

অনুপম দেব

সরস্বতী  

আমরা শিক্ষার্থী সকলে মিলে 
বিল্বপত্র, দূর্বা ও অম্রমুকুল দিয়ে,
শুদ্ধচিত্তে তোমার চরণে দেই অঞ্জলি 

ওগো বিদ্যাদেবী
প্রফুল্লিত মন নিয়েll
দেবী পঞ্চমী তুমি বাগেশ্বরী 
হে মাতা তোমায় প্রার্থনা করি,,
           দাও আমাদের শুভমতি
           করো জ্ঞানী-গুণী অতি,,
জ্ঞানময়ী তোমার চরণ ধরি 
মাতা তুমিই ভারতী 
জ্ঞানসাগর বিদ্যাদেবী 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...