Sunday, January 26, 2020

অনুপম দেব

সরস্বতী  

আমরা শিক্ষার্থী সকলে মিলে 
বিল্বপত্র, দূর্বা ও অম্রমুকুল দিয়ে,
শুদ্ধচিত্তে তোমার চরণে দেই অঞ্জলি 

ওগো বিদ্যাদেবী
প্রফুল্লিত মন নিয়েll
দেবী পঞ্চমী তুমি বাগেশ্বরী 
হে মাতা তোমায় প্রার্থনা করি,,
           দাও আমাদের শুভমতি
           করো জ্ঞানী-গুণী অতি,,
জ্ঞানময়ী তোমার চরণ ধরি 
মাতা তুমিই ভারতী 
জ্ঞানসাগর বিদ্যাদেবী 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...