সরস্বতী
আমরা শিক্ষার্থী সকলে মিলে
বিল্বপত্র, দূর্বা ও অম্রমুকুল দিয়ে,
শুদ্ধচিত্তে তোমার চরণে দেই অঞ্জলি
ওগো বিদ্যাদেবী
প্রফুল্লিত মন নিয়েll
দেবী পঞ্চমী তুমি বাগেশ্বরী
হে মাতা তোমায় প্রার্থনা করি,,
দাও আমাদের শুভমতি
করো জ্ঞানী-গুণী অতি,,
জ্ঞানময়ী তোমার চরণ ধরি
মাতা তুমিই ভারতী
জ্ঞানসাগর বিদ্যাদেবী
No comments:
Post a Comment