Sunday, January 26, 2020

গৌরাঙ্গ রক্ষিত

অবুঝ মন 

বারে বারে দিয়েছো যে দুঃখ কষ্ট , 
তবু অবুঝ মন সব ভুলে ছুটে যায় তোমার কাছেই !
প্রতি ক্ষণে ক্ষণে দিয়েছো যে শুধুই কষ্ট ,  
সব অভিমানকে বন্দি করে ছুটে গেছি তোমার কাছেই ! 
প্রতিটা মুহুর্ত চেয়েছি তুমি ভালো থাকো , 
তোমায় যে বড্ড বেশি ভালবাসি ।
তাই আজ ও গেলাম , তোমার টানে ছুটে।
হাতে এলো শুধুই নিরাশার ছোঁয়া,
তবুও স্বপ্ন বোনা, 
যদি একদিন, বোঝে নাও ভালোবেসে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...