Sunday, January 26, 2020

বিনয় শীল

কবিতার লজ্জা 

কবিতা,
তোমার প্রতিবাদ যখন 
কারো সুতোয় বাঁধা,
প্রতিকার তখন
বুক চাপরিয়ে মরে।

কবিতা,
হ্যাঁ, তোমাকে বলছি,
তোমার প্রতিবাদ যখন,
সুযোগ সন্ধানী,
প্রতিকার তখন
উত্তপ্ত অশ্রুতে
অঙ্গুষ্ঠ দেখায়।

কবিতা,
তোমার প্রতিবাদ যখন- 
ছাতার তল থেকে আসে,
প্রতিকার তখন
উদ্বাহু বন্ধনে ঝুলন্ত।

কবিতা, 
তোমার প্রতিবাদের
ভিত্তি যখন 
প্রতপ্ত রূঢ় বাস্তব,
শিরোপরে উন্মুক্ত আকাশ
প্রতিকার তখন 
অর্গলমুক্ত বায়ুতে
তৃপ্তির নিঃশ্বাস ফেলে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...