Sunday, January 26, 2020

উৎপল দেবনাথ

কাজলে রক্তের দাগ

রোজই লেখা হয় বেদনার চিঠি
বেদনা দিয়ে বেদনা খোঁজি।
তোমার চোখের কাজলে লাল রক্তের দাগ আমি দেখেছি
নিবৃত্তি হয়নি সেই নিবন্ধ।
কাজল কালো শয্যার দাগ কখনো দেখিনি
কখনো দেখিনি, ছদ্মবেশে তার আসল রূপ।
তুমি কি এই চেয়ে ছিলে?
উন্মাদের মতো চুঁয়ে পরা আগুনে ডুবে যাওয়া 
লাল অগ্নি শিখার মতো রক্তাক্ত হয়ে আমি ডুবে যাবো।
তোমার কোমরের বাঁধন রক্তাম্বরে বাঁধা
দীর্ঘনিঃশ্বাসে নির্ভীক শান্তির ভাবনা।
আজ বুকে উষ্ণতা ঢেলে দিয়ে 
অন্ধকারাচ্ছন্ন তসমা রাত্রি খোঁজো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...