Sunday, January 26, 2020

বিপ্লব দে

একবার তোমাকে পেলে


চলো দু'জোড়া হাত একত্রে রেখে নৌকার চাপি
বিশ্বাস কর পেছনে ফেরার ভিয় নেই ।
ভবিষ্যত-ই আমাদের শেষ ঘাট ,
একবার নেমে গেলে আর নৌকায় চড়বোনা !
তুমি রাত্তিরে বের হলে ,
দরজাটা একটু খোলা রেখে যেও
আমি জানি তুমি আসবেই
যেমন আসে দিনের পরে রাত্রি ।
যদিও বা তোমার ফিরতে সময় লাগে
ভোরের আলো দরজা দিয়ে ঢুকে 
আলতো করে আমার গালে হাত বুলিয়ে
তোমার অনুপস্থিতি ভুলিয়ে দেবে !
তুমিতো জানোই একবার তোমাকে পেলে
আমি নিজেকে ভালোবাসতে ভুলে যাই ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...