Sunday, January 26, 2020

বিপ্লব দে

একবার তোমাকে পেলে


চলো দু'জোড়া হাত একত্রে রেখে নৌকার চাপি
বিশ্বাস কর পেছনে ফেরার ভিয় নেই ।
ভবিষ্যত-ই আমাদের শেষ ঘাট ,
একবার নেমে গেলে আর নৌকায় চড়বোনা !
তুমি রাত্তিরে বের হলে ,
দরজাটা একটু খোলা রেখে যেও
আমি জানি তুমি আসবেই
যেমন আসে দিনের পরে রাত্রি ।
যদিও বা তোমার ফিরতে সময় লাগে
ভোরের আলো দরজা দিয়ে ঢুকে 
আলতো করে আমার গালে হাত বুলিয়ে
তোমার অনুপস্থিতি ভুলিয়ে দেবে !
তুমিতো জানোই একবার তোমাকে পেলে
আমি নিজেকে ভালোবাসতে ভুলে যাই ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...