Sunday, January 26, 2020

চন্দন পাল

কবিতা(৩)

কবিতা আমায় জিজ্ঞেস করে এই সৃষ্টিটাকি তোমার ? 
ক্ষণিক  নিরিক্ষী , বললামঃ না।
 অন্যকেউ হয়তো পাঠিয়েছে। 

কিন্তু না
 মনসায়রে ডুবেও পাইনি কোন  যাত্রী ।
এর মধ্যে তো কোন খবর আসেনি! 

 আরেকবার পরখ করতেই, মনে হল বিষয়বস্তু। 
 না কেউ  পাঠায়নি, আমার ই সৃষ্টি ভুলে গ্যাছি।

 যে জগতের বাড়ি থেকে আমি রচনা করেছিলাম, 
সে জগতের বাড়িতে কদাচিত ঢুকা যায়। 
জগত আবার এসো। পথ চিনাও । 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...