Sunday, January 26, 2020

চন্দন পাল

কবিতা(৩)

কবিতা আমায় জিজ্ঞেস করে এই সৃষ্টিটাকি তোমার ? 
ক্ষণিক  নিরিক্ষী , বললামঃ না।
 অন্যকেউ হয়তো পাঠিয়েছে। 

কিন্তু না
 মনসায়রে ডুবেও পাইনি কোন  যাত্রী ।
এর মধ্যে তো কোন খবর আসেনি! 

 আরেকবার পরখ করতেই, মনে হল বিষয়বস্তু। 
 না কেউ  পাঠায়নি, আমার ই সৃষ্টি ভুলে গ্যাছি।

 যে জগতের বাড়ি থেকে আমি রচনা করেছিলাম, 
সে জগতের বাড়িতে কদাচিত ঢুকা যায়। 
জগত আবার এসো। পথ চিনাও । 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...