কবিতা(৩)
কবিতা আমায় জিজ্ঞেস করে এই সৃষ্টিটাকি তোমার ?
ক্ষণিক নিরিক্ষী , বললামঃ না।
অন্যকেউ হয়তো পাঠিয়েছে।
কিন্তু না
মনসায়রে ডুবেও পাইনি কোন যাত্রী ।
এর মধ্যে তো কোন খবর আসেনি!
আরেকবার পরখ করতেই, মনে হল বিষয়বস্তু।
না কেউ পাঠায়নি, আমার ই সৃষ্টি ভুলে গ্যাছি।
যে জগতের বাড়ি থেকে আমি রচনা করেছিলাম,
সে জগতের বাড়িতে কদাচিত ঢুকা যায়।
জগত আবার এসো। পথ চিনাও ।
No comments:
Post a Comment