Sunday, January 26, 2020

অভীককুমার দে

মাটির কবিতা

ভাংমুন থেকে স্বর্গধোঁয়া কার্পেটের মতো
রাস্তায় শুয়ে, নিচে থেকে উঁচু দেখছে, অথচ
উপর থেকে নিচের দিকে নদীটি, সবুজ

কতদূর বয়ে গেলে কবিতা- জল !

ঝর্ণার পায়ে নূপুর বাঁধে জম্পুই, 
খুশিতে নেচে ওঠে মেয়ে
কাঞ্চনের বাড়ি আসে, শব্দ শোনায়;

কাঞ্চন নিঃশব্দে কবিতা শোনে, মাটির কবিতা। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...