Sunday, January 26, 2020

সামিন শুভ

অনুতাপ

আমি ভালোবেসে ছিলাম।  
নিজের বাস্তবতার চাক্ষুষ হতেই আমি পিছিয়ে ছিলাম।
রাতভর কষ্ট আমার সপ্নের গলা চেপে,
সাহসের ঠ্যাং ভেঙ্গে আমি ভীষণ কেঁদেছিলাম। 
যার যোগ্য নই তার স্বপ্ন দেখা পাপ,
নিজেতেই নিজে কত চেয়েছিলেম মাফ,
আমার ভীতর বাহিরে সত্যি ভীষণ অনুতাপ |
প্রতিরাত স্মৃতির কাটে কোন বিরহে,
বুকের মাঝখানে যেন বিষভরার চাপ |
অনুতাপ! 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...