Sunday, January 26, 2020

সুজন দেবনাথ

মুখোশ

দিনের আলোয় মুখোশ পইরা
ভালোপাইছিল যারা
একদিন মুখোশ খুইল্যা হৃদয় ভাইঙ্গা
চইল্যা গেছে তারা
বয়স আমার অল্প আছিল
তাই ঠকছি আমি প্রচুর
অখনে মানুষের চাইতে দাম বেশি ভাই
বন জঙ্গলের কচুর
সবই আছিল তাদের অভিনয়
জানছি আমি যেদিন
হৃদয় আমার ভাইঙ্গা চুইরা
এডাল্ট হইলাম সেদিন। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...