অকাল বোধন
ইতিহাসের পাতায় পাতায়।
দেখেছি আমি বিধবা স্ত্রীকে,
স্বামীর সাথে জলন্ত চিতায়।
আজও কুমারী জ্বলছে এ যুগে,
কোন এক কালভার্টের নিচে।
কোন সে রাজত্ব কায়েম আছে,
এই নৃশংস বর্বরতার পিছে।
ইতিহাসে কোনো কালের মৃত্যু নেই,
নেই কোনো সংশোধন।
তাইতো মানব সমাজে দেবীদের,
হয় বারে বারে অকাল বোধন।
No comments:
Post a Comment