Sunday, January 26, 2020

উর্মি সাহা

যুবকের প্রতি

এই সমাজ বড্ড বিষাক্ত,,
সমাজ আজ সত্যি বিষণ্ণ;
বাকহীন হয়ে আছে সমাজ প্রতিনিধি,
আর অলস হয়ে মরছে যুবক শ্রেণী।
চার দেওয়াল জুড়ে আঁকছে কতশত ফন্দি,
বর্তমান পৃথিবীটা ছোটো হয়ে----
সেই ছোট্ট বোকাবাক্সতেই বন্দি।।
যুব সম্প্রদায় ভুলেছে,নিজের দায়বদ্ধতা;
ভুলেছে বিবেকানন্দের পথপ্রদর্শিত কথা।
স্মার্ট ইন্ডিয়াতে হাতে উঠে না 'কর্মযোগ',,,
ইতিহাস হয়েছে যেন স্বামীজির 'রাজযোগ'।
শ্লোক ওঠে না আর বীর সন্ন্যাসীর,,,
চেঁচিয়ে আর বলে না কেউ----
   ''ওঠো,জাগো,লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত 
                            ••••••••••••••••••থেমো না।"  
যুবাদলেরকানে পৌঁছায় না জনগোষ্ঠীর বিলাপ--
ভিড় করে শুধু নম্বরলেস শবের সমাহার।
ডিজিটাল ওয়ার্ল্ড,ডিজিটাল সোসাইটি----,,
অথচ,আজও পিছিয়ে উৎকৃষ্ট যুবক শ্রেণী।
রঙিন পোশাকেই লুকায়িত নর-নারী----
বুকের পাঁজর চিরে রক্ত ঝরায় নিপীড়িত গোষ্ঠী;;
যুবাদল ভুলেছে নিজস্ব কর্ম-
বৈষম্য করেছে ধর্ম আর বর্ণ।
এখন ওঠো,জাগো----নতুন সূর্যের সাথে---
সমাপ্ত হোক এই অভিশপ্ত রাত,,
আর চেঁচিয়ে,নব উন্মাদনায় বলো--
এবার শুনবে নবযুবাদের ডাক।

                               

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...