ইংরেজ মহাকবি উইলিয়াম শেকসপিয়র তাঁর 'রোমিও অ্যন্ড জুলিয়েট' নাটকে বলেছেন নামে কি আসে যায়! কবির এই কথা মানব জীবনে সত্য হলেও একটি লিটল ম্যাগাজিন, সর্বোপরি সাহিত্যের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য হতে পারেনি! বাংলা সাহিত্যের কাজের নামের বিশেষ গুরুত্ব আছে। আমাদেরকে উপলব্দী করতে শেখানো হয়েছে। লিটল ম্যাগের নামকরণ না হলে বাস্তবে তার অভিমুখ বুঝা কষ্টকর। "মনন স্রোত" মানে মননের স্রোত। আমরা এই রাজ্যে মননশীল একটা স্রোত বয়ে নিয়ে যাওয়ার কাজ করছি। এই সংখ্যা মূলত তারুণ্যের কবিতা।তারুণ্য মানে যে শুধু প্রেম ব্যপারটা সেরকম নয়। আবার প্রেমও। রোমিও জুলিয়েটের কথা তাই প্রসঙ্গক্রমে আসলো।এই সংখ্যায় যাঁরা লিখলেন সবাইকে কৃতজ্ঞতা।
আজ ভারতীয় গণতন্ত্রের সবচাইতে বড় উৎসবের দিনে মনন স্রোতকে প্রকাশ করতে পেরে আমাদের ভালো লাগছে। অক্লান্ত পরিশ্রম করেছেন যারা এবার সবাইকে আবারও ধন্যবাদ। মনন স্রোতকে তার সামাজিক দায়িত্ব পালনে এভাবেই সহযোগীতা করবেন এই প্রত্যাশা।
জয় হিন্দ
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
No comments:
Post a Comment