রাতপরী
কবির কলমে আমি রাতপরী,পুলিশের খাতায় দেহ ব্যবসায়ী।
সংবাদ শিরোনামে মক্ষিকা রানী,
যদিও সব একই কথা তবে বেশ্যাটাই চিরস্থায়ী।।
তোমরা রাজভোগ আমি নর্দমা
আমি গতর খাটাই
তোমার সাদা জামা, বলছো 'ব্যবসা কেনো করো ?'
বাবু
তোমরাইতো খদ্দের!
পেট বলেছে বাঁচতে হলে খদ্দের তুমি ধরো!!
সকালের সাদা যখন রাতপরীর চোখের কাজলে কালো হয়ে যায়, তোমার সমস্ত উত্তাপ আমার তলপেটে স্থান পায়।
তারপর
তোমরা আবার রাজভোগ আমি আবার নর্দমা ।
No comments:
Post a Comment