Sunday, January 26, 2020

অপাংশু দেবনাথ

কাঁথা

সেলাইও শিল্প হতে পারে মানুষটি জেনেছিলো 
বিয়ের কিছুদিন পরেই।
জীবনের সকল সম্পর্কগুলো 
বিনেসুতোয় সেলাইয়ের মন্ত্র শিখেছিলো বলে,
যাবতীয় বেদনার বলিকাষ্ঠ আগলে ছিলো আজীবন।

নিজের জন্য কিছুই চাইবার ছিলনা তার,
পড়ন্ত রোদের ক্ষণপ্রভা ঠাহর করতে পেরেও
এমন শীতে একটিও সেলাই করে রাখেননি কাঁথা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...