কাঁথা
সেলাইও শিল্প হতে পারে মানুষটি জেনেছিলো
বিয়ের কিছুদিন পরেই।
জীবনের সকল সম্পর্কগুলো
বিনেসুতোয় সেলাইয়ের মন্ত্র শিখেছিলো বলে,
যাবতীয় বেদনার বলিকাষ্ঠ আগলে ছিলো আজীবন।
নিজের জন্য কিছুই চাইবার ছিলনা তার,
পড়ন্ত রোদের ক্ষণপ্রভা ঠাহর করতে পেরেও
এমন শীতে একটিও সেলাই করে রাখেননি কাঁথা।
No comments:
Post a Comment