Sunday, January 26, 2020

পূজা মজুমদার

হারিয়ে গেছে সোনার অতীত


আমার কৃষক হারিয়ে গেছে - হারিয়ে গেছে কৃষি বাউল আমার হারিয়ে গেছে - হারিয়ে গেছে ঋষি ।

হাজার যন্ত্রে ঠাসা পৃথিবী - হাজার যন্ত্র মানব
হাতে পায়ে মানুষ মতোই - অন্তরেতে দানব ।

আমার নদী হারিয়ে গেছে - রয়ে গেছে কূল
হারা নদীর বাঁকে বাঁকে খুঁজি তোমার দুল ।

আমার বৃক্ষ হারিয়ে এখন সাজানো কাঠের গুড়ি 
ইমারতের শীর্ষে বসে তোমরা বাজাও তুড়ি।

আমার সকাল হারিয়ে এখন হারায় অলস বিকাল 
এই সে একাল চাইনি আমি হারিয়েছি সেকাল ।

ফেরিওয়ালার হাকের দুপুর হারিয়ে গেছে সাঝে 
কাক ডাকা ভোর - সোনার নুপুর - অজানারই মাঝে।

আমার গ্রামটি হারিয়ে গেছে - শহরের পর শহর 
কাদামাটির পথটি কাঁদে অট্টালিকার বহর।

আমার কলম হারিয়ে গেছে - মনে হাজার আঁকিবুকি 
শূন্য খাতা শূন্য পাতা - তাই পদ্য দেয়না উঁকি।

সোনার অতীত হারিয়ে আমি বর্তমানের একা
কাব্য আমার তাইতো এখন অশ্রু দিয়ে লেখা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...