Sunday, January 26, 2020

অনির্বান রায় গুপ্ত

আলো নাকি অন্ধকার 

এখন তো রোদ নেই আছে রোদ এর আলো, 
এ জগতে যা আলোর উৎস তার পেছন টা শুধুই কালো. 
অন্ধকারের পরিধি যাচাই করাই কঠিন, 
স্বপ্ন গুলো আজ তাই বড়োই বেরঙিন. 
তোমার স্বপ্ন তোমার ই থাক চারিদিক তায় আলোয় ভরা, 
ওই দেখো অন্ধকারেই আকাশ জুড়ে ফুটছে কত তারা।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...