আলো নাকি অন্ধকার
এখন তো রোদ নেই আছে রোদ এর আলো,
এ জগতে যা আলোর উৎস তার পেছন টা শুধুই কালো.
অন্ধকারের পরিধি যাচাই করাই কঠিন,
স্বপ্ন গুলো আজ তাই বড়োই বেরঙিন.
তোমার স্বপ্ন তোমার ই থাক চারিদিক তায় আলোয় ভরা,
ওই দেখো অন্ধকারেই আকাশ জুড়ে ফুটছে কত তারা।
No comments:
Post a Comment