Sunday, January 26, 2020

অনির্বান রায় গুপ্ত

আলো নাকি অন্ধকার 

এখন তো রোদ নেই আছে রোদ এর আলো, 
এ জগতে যা আলোর উৎস তার পেছন টা শুধুই কালো. 
অন্ধকারের পরিধি যাচাই করাই কঠিন, 
স্বপ্ন গুলো আজ তাই বড়োই বেরঙিন. 
তোমার স্বপ্ন তোমার ই থাক চারিদিক তায় আলোয় ভরা, 
ওই দেখো অন্ধকারেই আকাশ জুড়ে ফুটছে কত তারা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...