Sunday, January 26, 2020

চৈতন্য ফকির

নদীমানুষ

সব ছিলো প্রতিশ্রুতি ভালোবাসা শ্রদ্ধাও।
ঋণ খেলাপের মতো তুমি সব কিছু খেলাপ করেও
হাসি হাসি শরীর নিরাময় হাসপাতাল সেজে থাকো!
এরকম যাদুবিদ্যা এ কে নন্দীর ম্যাজিকবাক্সে নেই। 
তুমিই প্রকৃত যাদুকর তূণে রাখা বিষমাখা তীর।

প্রিয় নদী হারিয়ে গেলে পিপাসায় রচিত হয় মৃত্যু।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...