Sunday, January 26, 2020

চৈতন্য ফকির

নদীমানুষ

সব ছিলো প্রতিশ্রুতি ভালোবাসা শ্রদ্ধাও।
ঋণ খেলাপের মতো তুমি সব কিছু খেলাপ করেও
হাসি হাসি শরীর নিরাময় হাসপাতাল সেজে থাকো!
এরকম যাদুবিদ্যা এ কে নন্দীর ম্যাজিকবাক্সে নেই। 
তুমিই প্রকৃত যাদুকর তূণে রাখা বিষমাখা তীর।

প্রিয় নদী হারিয়ে গেলে পিপাসায় রচিত হয় মৃত্যু।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...