প্রশ্ন
এমনও তো হতে পারতো যে,
আমাদের কখনো দেখা হয়নি; কথা হয়নি!
কখনো পাশ কেটে চলে যেতে তুমি
"এক্সিউজমি, প্লিজ সাইট"
আমি নিঃশব্দে সরে যেতাম!
তুমি তোমার মেরুতে, আমি আমার।
সমদূরত্বে দাঁড়িয়ে দুজন দুজনার থেকে দুহাজার কোটি স্কয়ারফিট দূরে!
এই যে স্মৃতি, অত স্মৃতি
এসব আবছা হয়ে গেলে আমরা কি সত্যিই একদিন দুজন দুজনার পর হয়ে যাবো?
অচেনা হয়ে যাবো!
আমরা কি আসলে কেউ না?
No comments:
Post a Comment