Sunday, January 26, 2020

জয় দেবনাথ

প্রশ্ন

এমনও তো হতে পারতো যে,
আমাদের কখনো দেখা হয়নি; কথা হয়নি!

কখনো পাশ কেটে চলে যেতে তুমি
"এক্সিউজমি, প্লিজ সাইট"
আমি নিঃশব্দে সরে যেতাম!

তুমি তোমার মেরুতে, আমি আমার।
সমদূরত্বে দাঁড়িয়ে দুজন দুজনার থেকে দুহাজার কোটি স্কয়ারফিট দূরে!

এই যে স্মৃতি, অত স্মৃতি
এসব আবছা হয়ে গেলে আমরা কি সত্যিই একদিন দুজন দুজনার পর হয়ে যাবো? 
অচেনা হয়ে যাবো!
আমরা কি আসলে কেউ না? 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...