আঘাতের প্রতিঘাত
রাজার রাজপথ শূন্য গুলিতে,
পুলিশের লাঠির ঘায়ে।
তপ্ত দুপুরে আজও লড়াইটা জাড়ি,
গুলি লেগেছে পায়ে।
টেট বি.এড কত শত বড়ো ডিগ্রী,
কাগজ খানা ফেলি ছিঁড়ে।
ইচ্ছে করে বিক্রি করি ঝালমুড়ি,
এই সভ্য সমাজের ভিড়ে।
তাও ভালো শিক্ষিত বেকার,
নাই বা বলবে লোকে।
নাই বা নেবো লড়াইয়ের গুলি,
ক্ষত বিক্ষত এই বুকে।
তোমার ছেলে মেয়ে বিলেত পড়ুক,
আমাদের রক্ত চুষে।
এই ব্যাথা জমা পড়ে রবে আজন্ম,
রাখবো আমরা পুষে।
সেদিও কাঁদবে তোমরা এই রাজ পথে,
যেদিন আঘাতের প্রতিঘাত হবে।
শূন্য গুলি লাঠির আঘাত হয়তো নয়,
তবুও অভিশপ্ত কঙ্কাল হয়ে রবে।
No comments:
Post a Comment