Wednesday, August 24, 2022

অতনু রায় চৌধুরী

ভালো থাকা
 
জীবনের সাথে জড়িয়ে থাকা মুহূর্ত
আগলে রাখে রোজ।
সেই যে প্রিয় স্কুল মাঠ,
আর বন্ধু ছিল খুব।
ছিল অনেক স্বপ্ন চোখে
ছিল প্রেমিক হওয়ার শখ।
বয়স পনেরো ছোট ছেলেটা
আসলে চিনতো না এই বাস্তব।
পড়ার ফাঁকে ফাঁকি দিয়ে
নিজেকে ভীষন চালাক ভাবা।
সময়ের সাথে বয়স বাড়লে
পরিবর্তন হয় ভাবনা চিন্তা।
জীবন অনেক কঠিন তখন,
কঠিন বাবার ঘামে ভেজা শরীরের দৃশ্য দেখা।
মায়ের নীরব সংসার প্রতিপালনের বিনিময়ে‌
ভালো থাকা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...