Wednesday, August 24, 2022

সংগীত শীল

শিঞ্জিনী

মুগ্ধতার ঝংকারে কলঙ্ক যেন কুসুমিত হয়েছিল নীরা'র পায়ে,
মুক্ত কেশ উড়ছিল তীব্রগতিতে মলময়মারুর মেঘ পালকের বেশে।

আধো আধো হাসিতে শোষণ করছিলাম মধুরস,
অবাঞ্চিত প্রাননাশ করেছিল তার চোখজোড়া।

মুহুর্তেই যেন ধ্বংসের খেলায় মেতে উঠেছে মন,
বেজায় চঞ্চলতায় ক্ষয়ে যাচ্ছিলো হৃদয়ের শিরা উপশিরা।

কোনো এক বর্ষারাতে ছুঁয়ে যাক,
ঝরাপাতার অসীম শূন্যতার স্পর্শকাতর দীর্ঘশ্বাস।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...