Saturday, August 13, 2022

বিনয় শীল

কানমন্ত্র

সুখের হাটে দুখের মেলা
নিত্য নূতন বাঁক।
সুখের নীড়ের স্বপ্ন গুলো
জ্বলে পুড়ে খাক্ ।।১।।

কী হল!
কি যে  হল,
কেন হল এমন?
দিকে দিকে
ভগ্ন দশা 
প্রলয় কাণ্ড যেমন ।।২।।

দেশ ভাঙছে রাজ্য ভাঙছে
ভাঙছে পরিবার,
কোন অশুভ বাঁধা দিচ্ছে
জোড়া লাগিবার ।।৩।।

জন্মদাতা
পিতা-মাতা
যে দিকে যায় যাক্।
তোমার আমার
মধ্যিখানে
সুখের ঢেউটি থাক্ ।।৪।।

ধর্ম ভজা উড়ায় ধ্বজা
পাছে কুমতলব্।
পোড়ায় বাড়ি কাড়াকাড়ি
হায় হায় শুধু রব ।। ৫।।

কানকথা
দেয় ব্যাথা
'সত্য' একা কাঁদে।
নির্দোষ ব্যাক্তি
পা গলে দেয়
পাতা জালের ফাঁদে ।।৬।।

ফিসফিসিয়ে দেয় ফুসলিয়ে
মুখটা কানে গুঁজে।
সর্বনাশা উল্লাসেতে
চোখটা আসে বুঝে ।।৭।।

কানমন্ত্রে 
শান্ দিয়ে
বিবেক কেটে ছুটছে।
তাইতো এখন 
ঘরে ঘরে
বিলাপ্ কান্না উঠছে ।।৮।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...