Wednesday, August 24, 2022

উজ্জ্বল ভট্টাচার্য্য

জবাব দিবা না দিবানা?

বুকে হাত রাইখ্যা কৈতে পারবা
তুমি আমার প্রেমে পরো নাই?
আমার চোখের দিকে অন্যভাবে তাকাও নাই?
আমার নাম মুখে আনলে
তোমার ভিতরে কেমন একটা করে নাই?
অন্য মাইয়াগোরে আমার লগে দেইখ্যা
জ্বরে তোমার গা খান পুড়ে নাই?
আমি যে তোমার লাইগ্যা পাগল
সে কথাডা জাইন্যা রসিকতা করো নাই?
তাইলে কওতো আমারে
ক্যান ভালোবাসলা না?
ক্যান তোমারে আমার নামের পাশে
বসাইতে পারলাম না?
ক্যান তোমারে লোকে
আমার কৈয়া চিনলো না?
ক্যান তুমি আমার হৈলানা?
চুপ থাইক্যোনা। কথা কও
কথা কও কৈতাছি কথা কও

      

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...