Thursday, August 11, 2022

বিজন বোস

সত্য ও সুন্দর

এবার বুক জুড়ে গোলাপের চাষ করো ।
সকালবেলা শিশিরের   উপর 
সোনালী সূর্য আর তেরঙ্গা  আভা দেখে
এগিয়ে যাওয়া শিশুটির হাসিতে স্বর্গীয় দ্যুতি ,
 মনুষ্যত্বহীন বর্বরের হাত থেকে 
সমাজকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে
এগিয়ে চলা যৌবন স্বদেশপ্রেমের মন্ত্রে দিক্ষীত বলেই
লক্ষ্যে অবিচল ... অতন্দ্র প্রহরী ।
সকল গুঞ্জন , ডাক , সুরের মাঝে
সর্বোত্তম " মা " ডাক ।
তুমি বুদ্ধির নখে শান দাও 
স্থিতধী হও ---
ক্ষুদিরাম সুভাষ আদর্শ যে জাতির
শত্রুর তার নাই পরোয়া ।
পরান্নভোজী , কৃপাপ্রার্থী , উমেদার -  প্রবঞ্চকের
কাছ থেকে সতর্ক  থেকে
সৎ ও সুন্দরের পূজায় নিয়োজিত থেকে
তেরঙ্গাকে উর্দ্ধে ধরো---
তেরঙ্গা ভারতের প্রাণ
তেরঙ্গা মানে 
শৌর্যবীর্য ও সত্য- সুন্দরের জয়গান ।

           

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...