পতাকা
পিঙ্গালি ভেঙ্কইয়া তেরঙ্গা
পতাকার আজও যুদ্ধ
তোকে ভাগাভাগির।
ভুলে গেছি পরাধীন
মায়ের অশ্রুজলে,পতাকা
স্বাধীনতার সর্ব সুখ।
শক্তি সাহস তোর রঙতে
শান্তি ছায়া জগত জুড়ে
ধর্ম চক্র কথা বলে।
ক্ষমলোভী দুষ্ট দালাল
পতাকা রঙ নিয়ে
বাটায়োরা করে।
পতাকা বেঁচে নকল করে
মুনাফা লোভের খেলায়
স্বাধীনতার জয়গান করে।
স্বাধীননতার অসুখ
পরাধীনতার সুখ
পতাকা মুচকি হাসে।
বীর শহীদের
কার্গিল তেরঙ্গা
দেশভক্তি জাগে।
তিরাঙ্গা আর ধর্ম চক্র,
জানতে হবে সবার
মাতৃভূমির প্রেমে
নতুন পাঠে আবার।
No comments:
Post a Comment