Thursday, August 11, 2022

শ্রীমান দাস

আগুণ
             
যতটুকু আঁচ পেলে ছাঁই হয়ে যায় হৃদয়
ধীরে ধীরে গোটা শরীর
একটি জীবন ,
তার চেয়েও আগ্রাসী এ আগুন।

কতোবার আধপোড়া হয়েছি 
অন্তরদহনে হয়েছি ছাড়খার
কেউ কখনও পায়নি সে উত্তাপ।

অভিযোগ আছে,
কিন্তু,জানাবার সে দরবার কই?
তবুও আমার কোনো বিদ্রোহ নেই।

জানি,
এক পশলা বিবেকের বৃষ্টি যদি আসে
নিভে যাবে সব অবিবেচনার আগুন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...