Thursday, August 11, 2022

শ্রীমান দাস

আগুণ
             
যতটুকু আঁচ পেলে ছাঁই হয়ে যায় হৃদয়
ধীরে ধীরে গোটা শরীর
একটি জীবন ,
তার চেয়েও আগ্রাসী এ আগুন।

কতোবার আধপোড়া হয়েছি 
অন্তরদহনে হয়েছি ছাড়খার
কেউ কখনও পায়নি সে উত্তাপ।

অভিযোগ আছে,
কিন্তু,জানাবার সে দরবার কই?
তবুও আমার কোনো বিদ্রোহ নেই।

জানি,
এক পশলা বিবেকের বৃষ্টি যদি আসে
নিভে যাবে সব অবিবেচনার আগুন।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...