আত্মশুদ্ধি
চুপ কর, শান্ত হও,
যতটুকু পার মৌন থাক।
গুল্মরুপ ছেড়ে এখন বৃক্ষ রুপ ধারন করছ।
ডালপালা বাড়ছে,
মূলের গভীরতা আগের মতো নেই,
ভাবি বনস্পতি তুমি।
মনে রেখো,
পূর্বপুরুষদের প্রতি তোমার ঋণ বেড়েছে।
আরও বড় হও,
পাখিদের উপযুক্ত বাসস্থান হয়ে ওঠো।
জল ধর, ছায়া দাও,
পথিককে আশ্রয় দাও।
সবার ঋণ স্বীকার করে মাথা নত রাখ।
মনে রেখো, মাথা নত করলে কেউ ছোট হয়ে যায় না।
কর্তব্য পালনের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হয়ে ওঠো।
No comments:
Post a Comment