Tuesday, August 23, 2022

ভবানী বিশ্বাস

আত্মশুদ্ধি

চুপ কর, শান্ত হও, 
যতটুকু পার মৌন থাক। 
গুল্মরুপ ছেড়ে এখন বৃক্ষ রুপ ধারন করছ। 

ডালপালা বাড়ছে, 
মূলের গভীরতা আগের মতো নেই, 
ভাবি বনস্পতি তুমি। 
মনে রেখো, 
পূর্বপুরুষদের প্রতি তোমার ঋণ বেড়েছে। 

আরও বড় হও, 
পাখিদের উপযুক্ত বাসস্থান হয়ে ওঠো। 
জল ধর, ছায়া দাও, 
পথিককে আশ্রয় দাও। 
সবার ঋণ স্বীকার করে মাথা নত রাখ। 
মনে রেখো, মাথা নত করলে কেউ ছোট হয়ে যায় না। 

কর্তব্য পালনের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হয়ে ওঠো।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...