Wednesday, August 24, 2022

তারানা নাজনীন

ছড়ায় মনোবল

হলদে পাখি ডিম পেরেছে
ফুটেছে দুটি ছানা
একটা ছিলো সুস্থ সবল 
আরেকটার চোখ কানা।

দুজন মিলে উড়তে শিখে 
মা যে চিন্তায় মরে
কানা ছানা সাহস দিয়ে
ভাবতে মানা করে।

এক চোখেতে জগৎ ঘুরে 
আনবো খুঁজে সুখ
ভয় করিস না মা জননী
দূর করবো দুখ । 

কতজনের পাখা নেই যে
পা ও নেইতো কারো
আমার তো মা সবই আছে 
কেন বারন করো?

ছন্ন ছাড়া ঘরটিকে তোর 
বাধঁবো মজবুত করে
যতো ই ঝড় আসুক জোরে 
হবে না নড়বড়ে।

দোয়েল,চড়াই,শ্যামা,শালিক
দেখবে মোদের ঘর
কাকের ঘরে কোকিলের ডিম
সারা জীবন ভর।

আলসে ছানা উড়ে এসে 
ফুরুৎ করে বলে
যদি আসে ঝড় বৃষ্টি
যাবো অন্যত্র চলে।

কষ্ট করার দরকার কি
বাবুই ঘর বুনছে
ফাঁকি দিয়ে যাবো ঢুকে
বুদ্ধি খাসা গুনছে।

মা তখন ডাকে দুজনকে
মন দিয়ে শোনো
পরের ধনে লোভ না করে
জয়ের মনোবল আনো।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...