ছড়ায় মনোবল
হলদে পাখি ডিম পেরেছে
ফুটেছে দুটি ছানা
একটা ছিলো সুস্থ সবল
আরেকটার চোখ কানা।
দুজন মিলে উড়তে শিখে
মা যে চিন্তায় মরে
কানা ছানা সাহস দিয়ে
ভাবতে মানা করে।
এক চোখেতে জগৎ ঘুরে
আনবো খুঁজে সুখ
ভয় করিস না মা জননী
দূর করবো দুখ ।
কতজনের পাখা নেই যে
পা ও নেইতো কারো
আমার তো মা সবই আছে
কেন বারন করো?
ছন্ন ছাড়া ঘরটিকে তোর
বাধঁবো মজবুত করে
যতো ই ঝড় আসুক জোরে
হবে না নড়বড়ে।
দোয়েল,চড়াই,শ্যামা,শালিক
দেখবে মোদের ঘর
কাকের ঘরে কোকিলের ডিম
সারা জীবন ভর।
আলসে ছানা উড়ে এসে
ফুরুৎ করে বলে
যদি আসে ঝড় বৃষ্টি
যাবো অন্যত্র চলে।
কষ্ট করার দরকার কি
বাবুই ঘর বুনছে
ফাঁকি দিয়ে যাবো ঢুকে
বুদ্ধি খাসা গুনছে।
মা তখন ডাকে দুজনকে
মন দিয়ে শোনো
পরের ধনে লোভ না করে
জয়ের মনোবল আনো।
No comments:
Post a Comment