প্রতিদান
বাবার বুকে মাথা রাখা হয়না-
দুই যুগ অতিক্রান্ত হলো।
হঠাৎ একদিন,
বাবার বুকে নয়, বালিশে মাথা রেখে ঘুমিয়ে ছিলাম।
নির্বিঘ্নে ঘুম হয়নি।
চতুর্দিকে শুধু দায়িত্ব ভিড় করে ছিলো।
বোধহয় বাবাকেও দায়িত্ব এমনভাবেই ঘিরে রাখে।
বাবাও ঘুমাতে পারে না নির্বিঘ্নে।
হয়তো এভাবেই,
দায়িত্বকে ঘাড়ে পুষে সব বাবা বটগাছ হয়।
জীবনরস জুগিয়ে যায় প্রতিনিয়ত।
আমরা স্বর্ণলতার মতো জীবনরস শুষে বেড়ে উঠি।
নতুন একটি বৃদ্ধাশ্রম সূচনার জন্য।
No comments:
Post a Comment